19.2 C
New York
Monday, October 7, 2024

Rajshahi Medical College Recruitment Circular 2024 | BD Gov jobs 2024 |রাজশাহী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Rajshahi Medical College Recruitment Circular 2024 | BD Gov jobs 2024 |রাজশাহী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

_copy

Employer: Rajshahi Medical College
Post Name: See the recruitment below.
Job Location: Rajshahi
Total Vacancies: See below the circular
Job Type: Full time.
Job Category: Govt Jobs
Gender: Both males and females are allowed to apply.
Age Limitation: See below the circular
Educational Qualification: See in circular below.
Experience Requirements: See in circular below.
Salary: See in circular below.
Other Benefits: See in circular below.
Application Fee: See below the circular
Job Publish Date: 11 January 2024
Application Deadline: 28 February 2024
Employer Information
Employer: Rajshahi Medical College
Organization Type: Govt Jobs
Head Office Address: অস্থায়ী কার্যালয়: বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টার (ডিসিইসি ভবন), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস, রাজশাহী-৬০০০
Official Website: https://www.rmu.edu.bd.gov.bd

Rajshahi Medical College Recruitment Circular 2024 | BD Gov jobs 2024 |রাজশাহী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF | Image | Notice

Rajshahi Medical College Recruitment Circular 2024 | BD Gov jobs 2024 |রাজশাহী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের নিয়ম

দরখাস্তের নির্ধারিত ফরম অন্যান্য তথ্যাদি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.rmu.edu.bd এর Career link পাওয়া যাবে।

আবেদনপত্রের সংগে নিম্নবর্ণিত কাগজপত্র সংযোজন করতে হবে

(১) পৃথক একটি আবেদনপত্রসহ নির্ধারিত ছক অনুযায়ী জীবন বৃত্তান্ত।

(২) প্রার্থীকে রেজিস্ট্রার, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অনুকূলে জনতা ব্যাংকের যেকোন শাখা থেকে সকল পদের জন্য ৬০০/- টাকা মূল্যের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য)।

(৩) সদ্যতোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি

(৪) সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট / প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি/ফটোকপি।

(৫) অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি/ফটোকপি।

(৬) জাতীয়তার সনদপত্র/ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি

(৭) বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি কর্তৃক ডিগ্রি সমমান নির্ধারণী পত্রের সত্যায়িত কপি।

(৮) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা/নাতি-নাতনী হিসেবে চাকুরী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পিতার/মাতার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত সনদের সত্যায়িত অনুলিপি

(৯) উপজাতীয়/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত অনুলিপি

(১০) ১০ টাকা মূল্যের ডাকটিকেটসহ নিজ ঠিকানা উল্লেখপূর্বক ফেরত খাম।

(১১) আবেদনপত্র আগামী ২৮/০২/২০২৪খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রাজশাহীস্থ অস্থায়ী কার্যালয় (ডিভিশনাল কন্টিনিউইং এডুকেশন সেন্টার, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস, রাজশাহী-৬০০০ সরাসরি/ডাকযোগে প্রেরণ করতে হবে।

(১২) ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখের রামেবি/প্রশাঃ/নি.বা./৯১(৩)/ ২০২৩ /২১৭০ নং স্মারকের মাধ্যমে জারীকৃত বিজ্ঞাপনের প্রেক্ষিতে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

(১৩) খামের উপর প্রার্থীত পদের নাম উল্লেখ করতে হবে।

(১৪) চাকুরিরত প্রার্থীদের স্ব স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

(১৫) প্রার্থীদের বয়সসীমা ওয়েবসাইটে বিস্তারিত দেখা যাবে।

(১৬) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মধ্যে যেকোন একটি শর্ত শিথিলযোগ্য; (ক) শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম পর্যায় ঠিক রাখিয়া এসএসসি হইতে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত একাডেমিক পরীক্ষায় নির্ধারিত শ্রেণী/ বিভাগ/গ্রেডের স্থলে কেবলমাত্র একটি পর্যায়ে নিম্নতর শ্রেণী/ বিভাগ/গ্রেড গ্রহণযোগ্য হইবে। (খ) মোট চাহিত অভিজ্ঞতার এক তৃতীয়াংশ শিথিলযোগ্য। (গ) বিশেষ যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাসহ যেকোন একটি শর্ত শিথিলযোগ্য। রেজিস্ট্রার (অ.দা.) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। অস্থায়ী কার্যালয়: বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টার (ডিসিইসি ভবন), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস, রাজশাহী-৬০০০। ই-মেইল: [email protected] www.rmu.edu.bd

সূত্র: সমকাল ২৩/০১/২০২৪ইং (পৃ: ৩)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Most Popular Post