Tax Commissioner Office Job circular 2024 | Bd Gov job | কর কমিশনারের কার্যালয় জব , কর অঞ্চল ৩ চট্টগ্রাম জব
Employer: | Office of Tax Commissioner |
Post Name: | see curriculum |
Job Location: | see curriculum |
Posts Category: | 06 |
Total Vacancies: | 27 |
Job Type: | Full time. |
Job Category: | Govt Jobs |
Gender: | Both males and females are allowed to apply. |
Age Limitation: | As of 07 February, general candidates’ age must be 18 to 20 years, & Freedom Fighter quota 18 to 32 |
Educational Qualification: | see curriculum |
Experience Requirements: | see curriculum |
Salary: | see curriculum |
Other Benefits: | No TA/DA will be allowed for appearing at the Written Examination / Viva-Voce. |
Application Fee: | Free |
Job Publish Date: | 14 January, 2024 |
Application Deadline: | 18 February, 2024 |
Employer Information | |
Employer: | কর কমিশনারের কার্যালয় , কর অঞ্চল ৩ চট্টগ্রাম |
Organization Type: | Government |
Official Website: | https://taxeszone3ctg.gov.bd |
Tax Commissioner Office Job circular 2024 | Bd Gov job PDF Image Download
Tax Commissioner Office Job circular 2024 | Bd Gov job | কর কমিশনারের কার্যালয় , কর অঞ্চল ৩ চট্টগ্রাম
- Applicant’s age / আবেদনকারীর বয়স
আবেদনকারীর বয়স ১৮/০১/২০২৪ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণেরর ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়া বিজ্ঞপ্তির ক্রমিক নং ১, ২ ও ৩ পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
- Application Rules / আবেদনের নিয়ম
(২) কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূলকপি জমা দিতে হবে।
(৩) যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
(৪) সরকারী নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।
(৫) মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার (নাম ও পদবী উল্লেখসহ) দ্বারা সত্যায়িত প্রতিটির ১টি করে ফটোকপি ও সদ্যতোলা ২ কপি রঙ্গিন ছবি দাখিল করতে হবে: (ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ) (খ) নাগরিকত্ব সনদ (গ) এতিম ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা, মুক্তিযোদ্ধা কোটা প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ (খ) মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্ক প্রমাণক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র (ঙ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র (চ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের মূলকপি এবং (ছ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এবং প্রবেশপত্র এর রঙ্গিন প্রিন্ট কপি
(৬) অনলাইনে আবেদনপত্র পুরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ ক. পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://tz3ctg.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নির্ধারণঃ (i) Online এ আবেদনপত্র পুরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১৮.০১.২০২৪ সকাল ১০.০০ টা (ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৮.০২.২০২৪ বিকাল ৫.০০ টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এস এম এস ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ | 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। Online আবেদন শেষে | Download কৃত Applicants কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী Applicant Copy তে দেওয়া পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১-৩ পদের জন্য ২২৩/- টাকা এবং ক্রমিক নং ৪-৬ পদের জন্য ১১২/- টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন।
পরীক্ষার ফি প্রদান শেষে প্রার্থীর মোবাইল ফোনে SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। পত্রিকা ছাড়াও বিজ্ঞপ্তিটি www.taxeszone3ctg.gov.bd তে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা [email protected] তে যোগাযোগ করা যাবে। উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন), কর অঞ্চল-৩, চট্টগ্রাম। সরকারী কার্যভবন- ২ (৩য় তলা), আগ্রাবাদ, চট্টগ্রাম।
The Tax Commissioner Office has recently published a job circular for the year 2024, Tax Commissioner Office Job circular 2024 inviting applications from eligible candidates to join their team. This circular presents a great opportunity for individuals looking for a challenging and rewarding career in the field of taxation. The Tax Commissioner Office Job circular 2024 is a prestigious government organization responsible for collecting and managing taxes for the country.
Tax Commissioner Office Job circular 2024 This article will provide an overview of the job circular, the qualifications and requirements, and the benefits of working at the Tax Commissioner Office. Whether you are a fresh graduate or an experienced professional, this article will provide you with all the necessary information to apply for a job at the Tax Commissioner Office Job circular 2024. More Govt. Jobs
সূত্র: ইত্তেফাক ১৮/১/২৪ইং (পৃ:১৬)